ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কর্মচারীদের হামলায় তাইওয়ানের ব্যবসায়ী দম্পতি আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
কর্মচারীদের হামলায় তাইওয়ানের ব্যবসায়ী দম্পতি আহত

ঢাকা: রাজধানীর উত্তরায় নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারীদের হামলায় তাইওয়ানের এক ব্যবসায়ী দম্পতি আহত হয়েছেন। এ দু’জন হলেন ওয়াং লিং চি (৫৪) ও তার স্ত্রী লিলি হু (৫০)।

দু’জনের মাথার পেছনেই গুরুতর আঘাত রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন জাহাঙ্গীর নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উত্তরার ৪ নং সেক্টরের ১৪/এ রোডের ৮ নং বাসায় এ হামলা চালানো হয়। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উত্তরা পূর্ব থানায় তাদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, হামলার পর বাসায় লুটপাট চালানো হয়েছে। এতে খোয়া গেছে প্রায় ছয় লাখ টাকা।

এ দম্পতির প্রতিষ্ঠানের নাম জিংজিং ইয়াং ইন্টারন্যাশনাল। কারখানা গাজীপুরের কালিয়াকৈরে। প্রতিষ্ঠানটি প্লাস্টিকের দরজা তৈরি করে দেশে-বিদেশে সরবরাহ করে।

প্রতিষ্ঠানটির জিএম সমির হাসিব বাংলানিউজকে বলেন, গত রাতে তিনজন তাদের বাসায় আসেন। দম্পতি থাকতেন বাড়ির তৃতীয় তলায়। প্রথম ও দ্বিতীয় তলায় তাদের অফিস। রাত সোয়া ১২টার দিকে ম্যাডাম আমাকে ফোন দেন। তিনি তখন জানান, তাদের প্রতিষ্ঠানের কর্মী রাজু-সাজুসহ তিনজন মুখোশধারী বাড়িতে হামলা করেছেন।

পরে তাদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই তাদের চিকিৎসা চলছে। এ দম্পতির চিকিৎসার ব্যাপারে হাসপাতালের ডিউটি অফিসার চিনময় ভট্টাচার্য জানান, ওয়াং লিং চি অবজারভেশনে আছেন। আর তার স্ত্রীর সাধারণ চিকিৎসা চলছে।

‍উত্তরা জোনের উপ-কমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা বাংলানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতে জাহাঙ্গীর নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দম্পতির এক ছেলে ও দুই মেয়ে আছেন। তারা শুক্রবার রাতেই ঢাকায় আসতে পারেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫/ আপডেট ১৯৫২ ঘণ্টা
এনএ/জেডএফ/আইএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।