গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হৃদয় হোসেন (১৭) নামে এক কিশোর মারা গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুর ২টার দিকে হৃদয়সহ কয়েকজন উলুখোলা বালু নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে হৃদয় নদীতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে তার স্বজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর বিকেল টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর অভিযোগ হৃদয় হোসেন পানিতে ডুবে নিখোঁজের বিষয়টি উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলামকে জানালেও তিনি ঘটনাস্থলে যাননি। মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় পুলিশের কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ নিহতের স্বজনদের।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনা শুনেছিলাম, কিন্তু কাজে ব্যস্ত থাকায় আগে সেখানে যেতে পারিনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এএ