জাতীয় সংসদ ভবন থেকে: দেশের নদীগুলোতে যাতে কোনো প্রকার ফিটনেসবিহীন নৌযান চলাচল করতে না পারে সেটি নিশ্চিত করার জন্য নৌযান তথ্য সংগ্রহের লক্ষ্যে নৌ-শুমারি প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
সোমবার (০৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে নূরজাহান বেগমের এক তারকা চিহ্নিত প্রশ্নের জাবাবে মন্ত্রী একথা জানান।
তিনি বলেন, জানা মতে দেশের নদীগুলোতে কোনো প্রকার ফিটনেসবিহীন নৌযান চলাচল করে না।
এদিকে, নৌপথে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের উৎসাহ ও প্রণোদনা দিতে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা বহুমুখী সেতু সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে পদ্মাসেতু নির্মাণকল্পে মংলাবন্দরের মাধ্যমে আমদানি করা মালামালের ল্যান্ডিং চার্জ মওকুফ করা হয়েছে।
এছাড়া নৌ-পথে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের প্রণোদনা দিতে অভ্যন্তরীণ নৌ-পথ ড্রেজিংয়ের মাধ্যমে খনন, ড্রেজার ও ড্রেজিং কাজে সহায়ক অন্যান্য জলযান সংগ্রহ, অভ্যন্তরীণ, নৌ বন্দরসমূহের আধুনিকায়ন ও উন্নয়ন, নৌ পথে কন্টেইনার পরিবহনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং নৌ সহায়ক যন্ত্রপাতি স্থাপন প্রভৃতি বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএম/আইএ