ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপত্তাহীনতায় ভুগছেন সুরঞ্জিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
নিরাপত্তাহীনতায় ভুগছেন সুরঞ্জিত

জাতীয় সংসদ ভবন থেকে: নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে সংসদকে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেছেন, আমি অসুস্থ।

এরপরও আমায় নিয়ে ফেসবুকে নানা অপপ্রচার চালানো হচ্ছে। আমি নাকি কোথায় মসজিদ, মাদ্রাসা বন্ধ নিয়ে বক্তব্য দিয়েছি। এ নিয়ে আমি ভয়ে আছি, এ ধরনের অপপ্রচার চালিয়ে আমার গলাটাও পিছন দিয়ে কেটে না ফেলে।

সোমবার (০৯ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সুরঞ্জিত এ শঙ্কার কথা বলেন।

তিনি বলেন, এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করি নাই। এই সংসদ সর্বময় ক্ষমতার অধিকারী। আমি এই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার কাছে বলতে চাই জড়িতদের গ্রেফতার করুন, তাদের মোটিভ কী? কী তাদের উদ্দেশ্য সব বের  হয়ে আসবে।
 
এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

স্পিকারের উদ্দেশ্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আপনি এই সংসদের অভিভাবক, এখানে সংসদ নেতা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন। মাননীয় স্পিকার আমি আপনার কাছে আমার নিরাপত্তা চাই। ’

বক্তব্যে টিআইবি’র সমালোচনা করে বক্তব্য দেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।