ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক লাইব্রেরি উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক লাইব্রেরি উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ধানমণ্ডিতে জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক লাইব্রেরি উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় তিনি এ লাইব্রেরি উদ্বোধন করেন।



অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, মানুষের জ্ঞান অর্জনের বিস্তৃতি বেড়ে গেছে। আগে মানুষ একস্থানে জ্ঞান অর্জন করতো। আর এখন মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে জ্ঞান অর্জন করে।

তিনি বলেন, এই লাইব্রেরিটি জ্ঞান অর্জনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে। জ্ঞান পিপাসুরা এখানে এসে বই পড়‍ার মাধ্যমে জ্ঞান অর্জন করবেন।

তিনি আরো বলেন, এখন মানুষের বই কেনার প্রবণতা বেড়ে গেছে। তারা বই কিনে জ্ঞান অর্জন করে। এ সময় তিনি জ্ঞান তাপস আব্দুর রাজ্জাকের জীবনের বিভিন্ন দিক ত‍ুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন-পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রফেসর এমেরিক‍াস ড. আনিসুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদা চৌধুরী।

আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে উচ্চ শিক্ষার জন্য লন্ডন যান। জীবনে তিনি প্রচুর বই সংগ্রহ করেছেন। তার সংগৃহীত বই পড়ে যেন মানুষ জ্ঞান অর্জন করতে পারে সেজন্য এই লাইব্রেরিটি গড়ে তোলা হলো।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।