ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সফর

বগুড়ায় সিটি করপোরেশন-বিশ্ববিদ্যালয় চান শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
বগুড়ায় সিটি করপোরেশন-বিশ্ববিদ্যালয় চান শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ১২ নভেম্বর বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হচ্ছে বগুড়াকে।



এরইমধ্যে পুরোদমে চলছে মঞ্চ নির্মাণের কাজ। ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও।

টান‍া দ্বিতীয় মেয়াদে প্রধান হিসেবে দীর্ঘ সাতবছর পর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। আর এই প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নানা চাওয়া-পাওয়ার দাবি জানাচ্ছেন বগুড়াবাসী।

এরমধ্যে বাদ নেই শিক্ষার্থীরাও। তারা বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। পাশাপাশি নগর জীবনের নানা সুবিধা নিশ্চিত করতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরিত করার দাবি জানিয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।

সোমবার (০৯ নভেম্বর) বাংলানিউজের সঙ্গে আলাপকালে সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থীরা ও এসব চাওয়ার কথা জানালেন।

কলেজের ছাত্রী নৌশিন মুস্তারী সাথী বাংলানিউজকে বলেন, লেখাপড়ার দিক দিয়ে এ জেলার শিক্ষার্থীরা অনেক এগিয়ে গেছেন। এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। তাই নানা সমস্যার মধ্য দিয়ে দূর-দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হয়।

তাই এ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান তিনি।

সাথীর সঙ্গে সুর মিলিয়ে তার সহপাঠী হাবিবা, নাজনীন ও সম্পাও বললেন একই কথা।

কলেজ ক্যাম্পাসে যখন তাদের সঙ্গে কথা হচ্ছিল তখন ছোটোখাট একটা জটলা সৃষ্টি হয়ে যায়। এ জটলায় আগ্রহ কৌতূহলী হয়ে যোগ দিলেন অন্য শিক্ষার্থীরাও ।
আলাপে স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্রী নাসরিন আকত‍ার বললেন, শিক্ষা প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ‍ূমিকা খুবই প্রশংসনীয়। শিক্ষা বিস্তারে নানা উদ্যোগ নিচ্ছেন তিনি।
তার সঙ্গে যোগ করে কলেজের শিক্ষার্থী পলি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি। পাশাপাশি এখানে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাই।

‘সব সময় কলেজ চালু রাখার জন্য আলাদা এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র নির্মাণের করা জরুরি,’ যোগ করেন কলেজের আরেক শিক্ষার্থী আবুল হাসানাত।
একই সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকার সমস্যা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
 
এছাড়া বগুড়ায় রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (ইপিজেড) নির্মাণ, বগুড়ায় আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ ও শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালুর দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।