ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
সবুজবাগে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর সবুজবাগে গলায় ফাঁস লাগিয়ে রেখা রাণী (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে ওই এলাকার কুসুমবাগের ১/১ বাড়িতে এ ঘটনা ঘটে।



নিহত রেখা রংপুর জেলার বদরগঞ্জের দক্ষিণ রায়নাথপুর গ্রামের হেমন্ত কুমারের স্ত্রী। হেমন্ত একজন পুলিশ সদস্য। সপরিবারে ঢাকায় থাকতেন তারা।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত নারীর দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে বিকেলে কোচিং থেকে ফিরে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আত্মহত্যার কারণ জানা যায়নি বলে জানান এসআই বাবুল।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এজেডএস/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।