রাজশাহী: রাজশাহী নগর লক্ষ্মীপুর এলাকায় স্পন্দন ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (০৯ নভেম্বর) বিকেলে নগর রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, প্রসূতির স্বজনদের অভিযোগ- সোমবার সকালে রাজশাহী নগর কেদুর মোড়ের সামশুল আলমের স্ত্রী মোস্তারি বেগমের প্রসব ব্যথা ওঠে। পরে তাকে স্পন্দন ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির পরে ক্লিনিক কর্তৃপক্ষ সবকিছু ঠিক আছে বলে সিজার অপারেশনের মাধ্যমে প্রসব করানোর কথা জানায়।
এসআই আরও বলেন, তাদের কথা অনুযায়ী সামশুল আলম সিজার করাতে রাজি হন। পরে প্রসূতি ও গাইনি বিভাগের চিকিৎসক নাসরিন আক্তার ডটিকে ডেকে এনে দুপুর আড়াইটার দিকে মোস্তারি বেগমের সিজার অপারেশন করানো হয়।
বিকেল ৪টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, নবজাতকটি গর্ভেই মৃত ছিল। সিজারের পরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ নিয়ে প্রতিবাদ জানালে ক্লিনিক কর্তৃপক্ষ পরে আবার জানায়, সিজারের সময় মারা গেছে।
ক্লিনিক কর্তৃপক্ষের উল্টাপাল্টা এমন কথায় ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রসূতির স্বজনরা। উত্তেজিত হয়ে ক্লিনিকটিতে ভাঙচুর চালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
সন্ধ্যায় উভয়পক্ষ বসে বিষয়টি সমঝোতা করে নেন বলে জানান এসআই আমিনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএস/ওএইচ/আইএ