ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর চত্বরে বাসকে বাসের ধাক্কায় এসবির এএসআই নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
বিমানবন্দর চত্বরে বাসকে বাসের ধাক্কায় এসবির এএসআই নিহত ছবি : দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বিমানবন্দর চত্বরে একটি বাসকে আরেকটি বাসের ধাক্কায় মোহাম্মদ শফিক (২৯) নামে পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৫ জন।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসের একটি সদরঘাট-গাজীপুর রুটের সুপ্রভাত পরিবহনের, অপরটি সায়েদাবাদ-গাজীপুর রুটের বলাকা পরিবহনের। বলাকার বাসটিকে ধাক্কা দেয় সুপ্রভাতের বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকার বাসটি গোলচত্বরের সামনে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এসময় দ্রুতগতির সুপ্রভাত বাসটি বলাকার বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বলাকার বাসের পেছনের সিটে বসা যাত্রীদের মধ্যে এসবির এএসআই শফিকসহ প্রায় ১৫ জন আহত হন।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শফিককে নিয়ে যাওয়া হয় উত্তরা ১ নম্বর সেক্টরের সেন্ট্রাল হাসপাতালে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আহত বাকিদের মধ্যে কিছু লোককে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কিছু লোককে ভর্তি করা হয়েছে নিকটস্থ হাসপাতালগুলোতে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানান। তিনি বলেন, এএসআই শফিকের মরদেহ সেন্ট্রাল হাসপাতালেই রাখা হয়েছে। দুর্ঘটনায় কোনো বাসের চালককেই আটক করা যায়নি। তবে, বাস দু’টি থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫/আপডেট ০১১২ ঘণ্টা
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।