ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডার একটি কারখানার তিন নিরাপত্তাকর্মীকে অচেতন করে ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতনের ১৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে বাবুল মিয়া নামে আরেক নিরাপত্তাকর্মী।
রোববার (৮ নভেম্বর) রাতে সহকর্মীদের অচেতন করে বাবুল মিয়া চম্পট দিলেও বিষয়টি জানাজানি হয়েছে সোমবার (৯ নভেম্বর)।
ঘটনাটি ঘটেছে প্রগতি সরণি সংলগ্ন মধ্যবাড্ডার শমসের গ্রুপের পোশাক কারখানায়।
কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বাংলানিউজকে জানান, ৮ নভেম্বর সন্ধ্যা ৭টার পর থেকে কারখানার নিরাপত্তায় সহকর্মী লুকাস (৩০), মোজাম্মেল (৩২) ও নিজামের (৩৫) সঙ্গে নাইট ডিউটি শুরু করেন বাবুল মিয়া। ৯ নভেম্বর সকালে কারখানার অন্য নিরাপত্তাকর্মীরা গেলে লুকাস, মোজাম্মেল ও নিজামকে অচেতন অবস্থায় পান, তবে খুঁজে পান না বাবুল মিয়াকে। পরে কারখানার লোকেরাই ওই তিন নিরাপত্তাকর্মীকে সাধারণ চিকিৎসা দিয়ে হুঁশ ফেরানোর চেষ্টা করেন। এরপরও তারা পুরোপুরি সুস্থ না হলে ৯ নভেম্বর সন্ধ্যার কিছুক্ষণ আগে গার্মেন্টসটির ফায়ার সেকশনের সেফটি অফিসার দেলোয়ার হোসেন এ তিন নিরাপত্তাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ওসি বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, শ্রমিকদের বেতন রাখা ছিল কারখানায়। বাবুল উধাও হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বেতনের ১৫ লাখ টাকাও খোয়া গেছে। এছাড়া, প্রতিষ্ঠানের মালিক স্বপনের টেবিলের ড্রয়ারও ভাঙা দেখা যাচ্ছে। আরও কিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আবদুল জলিল জানান, ওই তিন নিরাপত্তাকর্মী জানিয়েছেন, রাতে বাবুল মিয়া তাদের বেতন পাওয়ার কথা বলে জুস খাইয়েছিলেন। ওই জুস খাওয়ার পরই তারা হুঁশ হারিয়ে ফেলেন।
বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এজেএস/এইচএ/