ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হরিপুরে ছেলের বউয়ের ওপর পাশবিকতা, শ্বশুর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
হরিপুরে ছেলের বউয়ের ওপর পাশবিকতা, শ্বশুর আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুরে ছেলের বউয়ের ওপর পাশবিকতা চালানোর অভিযোগে আব্দুর রশিদ (৪৫) নামে ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রশিদ ওই উপজেলার মাগুরা গ্রামের বাসিন্দা।



সোমবার (৯ নভেম্বর) রাতে হরিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় ছেলের স্ত্রী বাদী হয়ে আব্দুর রশিদকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, মাগুরা গ্রামের দিনমজুর জাহাঙ্গীর আলমের স্ত্রীকে গত দুই মাস ধরে ভয়ভীতি দেখিয়ে তার ওপর পাশবিক লালসা চরিতার্থ করে আসছিল শ্বশুর আব্দুর রশিদ। রোববারও পাশবিকতা চালাতে গেলে বিষয়টি তিনি তার স্বামী অর্থাৎ রশিদের ছেলে জাহাঙ্গীর আলমকে জানান।

পরে জাহাঙ্গীরসহ তার স্ত্রী সোমবার বিকেলে থানায় অভিযোগ করলে পুলিশ আব্দুর রশিদকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ দোষ স্বীকার করেছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।