ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হাজার মন্ডপে শ্যামা পূজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
ময়মনসিংহে হাজার মন্ডপে শ্যামা পূজা

ময়মনসিংহ: ময়মনসিংহে এবার এক হাজার মন্ডপে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত হবে। শিউলির সুবাসে আর মঙ্গল বাঁধনে শ্যামা মাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পূজারীরা।

পূজা মন্ডপে চলছে সাজ সাজ রব।

মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত এ পূজার কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা।

তিনি জানান, সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে জেলায় মোট এক হাজার পূজা মন্ডপে এ পূজা উদযাপিত হবে। এর মধ্যে পৌর এলাকাতেই প্রায় ৩৫০টি মন্ডপ স্থাপিত হয়েছে।

ইতোমধ্যে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, পৌরসভা ও জেলা পূজা উদযাপন পরিষদ পূজারীবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা করেছে। পূজা উপলক্ষে রক্তদান কর্মসূচি, আরতি প্রতিযোগিতা, মাতৃসংগীত পরিবেশন, ধর্মীয় কাহিনী নিয়ে প্রদর্শনী ও প্রসাদ বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রণব কুমার সাহা রায় ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার পূজারীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।