সিলেট: সিলেটে বিয়ের চার দিনের মাথায় বাসার সামনে থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফাঁস লাগিয়ে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ বাসার সামনে ফেলে রেখে যায়।
নিহত রাসেল আহমদ (৩২) সিলেটের বালাগঞ্জ উপজেলার রশিদপুরের আব্দুল খালিকের ছেলে। তিনি নগরীর নরশিংটিলা ১২৯ নং বাসায় স্ত্রীসহ ভাড়া থাকেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাসার সামনেই রাসেল আহমদের মরদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যায় কোতোয়ালির লামাবাজার ফাঁড়ি পুলিশ।
নিহতের ভাই সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, মাত্র চার দিন আগে ভাইকে বিয়ে করিয়েছি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে ভাইয়ের ফাঁস লাগানো মরদেহ বাসার সামনে পড়ে থাকতে দেখি।
তিনি জানান, শুক্রবার (০৬ নভেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মণ্ডলপুর গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে রুশন বেগমকে (১৯) বিয়ে করেন রাসেল আহমদ।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালিক বাংলানিউজকে বলেন, সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখি। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ বাসার সামনে রেখে গেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে কোতোয়ালি পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) নুরুল আমিন বাংলানিউজকে বলেন, বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে রাসেলকে হত্যা করা হতে পারে।
সকালে সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এনইউ/জেডএস