ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
বদরগঞ্জে ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় দুই নারীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- উপজেলার আমরুলবাড়ি নয়াপাড়ার আব্দুল মন্নাফের স্ত্রী লাভলি বেগম (৩৫), রাধানগর ইউনিয়নের মানশিংহপুর অফিস পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী আকতারা বেগম (২৫), দিলালপুর সর্দারপাড়ার মঈনূল হক (৩৮) ও রামনাথপুর ইউনিয়নের খোর্দবাগবাড় গ্রামের নির্মল দাস (৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের পরিদর্শক হাবিবুর রহমান জানান, এদের মধ্যে ৭০ পুরিয়া গাঁজাসহ আটক নির্মল দাসকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক খন্দকার ইসতিয়াক আহম্মেদ। বাকি তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।