ঢাকা: এবার অভিনব কর্মসূচি পালন করতে যাচ্ছেন ৩৪তম বিসিএসের নন- ক্যাডার পদে মনোনীতরা। বিসিএসের ফল বাতিল, ‘অন্যায়ের’ প্রতিবাদ এবং ক্যাডার পদে নিয়োগের দাবিতে শরীরের রক্ত ঢালবেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর আগারগাঁও সরকারি কর্মকমিশন (পিএসসি) ভবনের সামনে এ কর্মসূচি পালনের জন্য জড়ো হয়েছেন নন-ক্যাডার পদে মনোনীতরা। তারা পিএসসিতে ঢোকার দু’টি গেটই অবরোধ করে রেখেছেন।
দুর্নীতির অভিযোগ এনে পিএসসি’র সদস্য শরীফ এনামুল কবির ও ওয়াজেদ অালী খানের কুশপুতুল দাহ করবেন তারা। পাশাপাশি পরীক্ষার সনদ পোড়ানোর ঘোষণাও রয়েছে তাদের।
নন-ক্যাডার পদের প্রার্থীরা বাংলানিউজকে জানান, তারা বেলা ১২টার পরে রক্ত বিসর্জন, পরীক্ষার সনদ পোড়ানো ও কুশপুতুল দাহ কর্মসূচি পালন করবেন।
গত ২৯ আগস্ট চূড়ান্ত ফল প্রকাশের পর থেকে আন্দোলন করছেন নন-ক্যাডার পদের প্রার্থীরা।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমআইএইচ/ এএসআর