রাজশাহী: রাজশাহীর কোর্ট স্কুল এলাকায় আদালতে সাক্ষী দিতে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় শ্রী চঞ্চল কুমার মণ্ডল (৪০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর কোর্ট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত চঞ্চল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাণ্ডারিপুর গ্রামের শ্রী কাঞ্চনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে আরএমপি পুলিশ লাইন থেকে আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন এএসআই চঞ্চল। এসময় বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান চঞ্চল।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলানিউজকে জানান, চঞ্চল ঢাকায় এসপিবিএন বিভাগে কর্মরত ছিলেন। সেখান থেকে একটি মামলায় সাক্ষ্য দিতে রাজশাহী এসেছিলেন।
ওসি বলেন, রাজশাহীতে কর্মরত তার (চঞ্চল) চাচাতো ভাই পুলিশ সদস্য আনন্দের কাছে ছিলেন চঞ্চল। সেখান থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী আদালতে একটি মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন। এসময় বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে অটোরিকশা ও চালককে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএস/আরএইচএস/জেডএস