ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আটঘরিয়া ও সুজানগরে নর-নারীর মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আটঘরিয়া ও সুজানগরে নর-নারীর মৃতদেহ উদ্ধার

পাবনা: পাবনার আটঘরিয়া ও সুজানগর উপজেলায় নর-নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়।



নিহতরা হলেন-আটঘরিয়া উপজেলার বাঁচামারা গ্রামের আহেদ আলীর স্ত্রী শিল্পী খাতুন (২৭) ও সুজানগর উপজেলার ইন্দ্রজিৎপুর গ্রামের বাদল শেখের ছেলে হানিফ শেখ (৩০)।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, সকালে বাঁচামারা গ্রামের একটি ডোবায় শিল্পীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ (পামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের ধারণা, শিল্পীকে দু’দিন আগে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ ডোবায় ফেলে দেয় দুর্বৃত্তরা।

এদিকে, সুজানগর থানার ওসি শাকিল আহমেদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সুজানগর উপজেলার ভিটাবিল মাঠের ধানক্ষেত থেকে হানিফের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহ  ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওই দুই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।