ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক পরিবহন আইন

‘সংশ্লিষ্টদের মতামত গুরুত্ব না পেলে রিট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
‘সংশ্লিষ্টদের মতামত গুরুত্ব না পেলে রিট’ ছবি: রাজিব/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়ক পরিবহন সংশ্লিষ্টদের মতামতের গুরুত্ব দিয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন-২০১৫ ও সড়ক পরিবহন আইন-২০১৫’র প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি মোবাশ্বের হোসেন।

মতামতের গুরুত্ব না দিয়ে আইন প্রণয়ন করলে আদালতে রিট করা হবে বলেও জানিয়েছেন তিনি।



মঙ্গলবার (১০ নভেম্বর) নিরাপদ ও পরিবেশবান্ধব সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রণীত আইনের উপর এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মোবাশ্বের হোসেন বলেন, সরকার তড়িঘড়ি করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন (মন্ত্রিপরিষদ অনুমোদিত)-২০১৫ ও সড়ক পরিবহন আইন (খসড়া)-২০১৫’র প্রণয়ন করতে যাচ্ছে। এই আইন প্রণয়নে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ওপর গুরুত্ব দিতে হবে। তা না হলে উক্ত আইনের বিরুদ্ধে আদালতে রিট করা হবে।

বাংলাদেশ ইনস্টিটউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় এই মতবিনিময় সভার আয়োজন করে পরিবহন বিষয়ক উপ-কমিটি, বাপা।

অনুষ্ঠানে বাপার সভাপতি ড. আকতার মাহমুদ বলেন, নিরাপদ ও পরিবেশ বান্ধব সড়ক গড়ে তুলতে আইন প্রয়োগ জরুরি। শুধু মতবিনিময় সভা করলে হবে না, আইনের বাস্তবায়ন করতে হবে।

বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রণীত আইন দুটিতে সংযোজন, বিয়োজন এবং সংশোধন প্রয়োজন। মহাসড়ক আইনে কোন সুনির্দিষ্ট কর্তৃপক্ষ নেই। ফলে নিয়ন্ত্রণহীনভাবে সকল কার্যক্রম চলছে।

এ সময় নিয়মিত গবেষণা, পর্যবেক্ষণ এবং জনমানুষের সাথে আলোচনা করেই নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  বাপার সহ-সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের সমন্বয়কারী কামরুল আহসান খান, ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জেডএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।