আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮১ বোতল হুইস্কি ও ১২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ও দুপুরে উপজেলার মাদলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সকাল ১০ টার দিকে মাদলা বিওপির কমান্ডার ল্যান্স নায়েক হাসিবুল ইসলামের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা মাদলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮১ বোতল হুইস্কি জব্দ করেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে চন্ডিদার বিওপির টহল কমান্ডার মজিবুর রহমানের নেতৃত্বে অভিযানে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআর