ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিসিএস উত্তীর্ণদের রক্তে ভিজলো পিএসসি’র উঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
বিসিএস উত্তীর্ণদের রক্তে ভিজলো পিএসসি’র উঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজের শরীরের তাজা রক্ত ঢেলে ৩৪তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীরা ঘোষিত চূড়ান্ত ফলাফল বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবি জানালেন।
 
টানা দুই মাসের আন্দোলনের মধ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে অভিনব এই কর্মসূচি পালন করেন বিসিএস উত্তীর্ণ কিন্তু নন-ক্যাডার পদে মনোনীত প্রার্থীরা।


 
নন-ক্যাডার পদে মনোনীতদের অভিযোগ, পিএসসির দুই সদস্য শরীফ এনামুল কবির ও ওয়াজেদ আলী খানের নেতৃত্বে ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে ব্যাপক দুর্নীতি হয়েছে।
 
সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদ জানাতে সকাল থেকে পিএসসি ভবনের সামনে জড়ো হন নন-ক্যাডার পদের শতাধিক প্রার্থী।   
 
বেলা পৌনে ১২টা থেকে তারা প্রায় আধা ঘণ্টা পিএসসির মূল ফটক অবরুদ্ধ করে রাখেন। পুলিশি বাধায় মূল ফটক ছেড়ে দিলেও বেলা পৌনে একটার দিকে শরীরের তাজা রক্ত বের করে পিএসসির ফটকে ঢেলে প্রতিবাদ জানান বিসিএস উত্তীর্ণরা।
 
তারা সেখানে বিভিন্ন পরীক্ষার মূল সনদও পুড়িয়ে ফেলেন। আগুন দেন পিএসসির সদস্য শরীফ এনামুল কবির ও ওয়াজেদ আলী খানের কুশ পুতুলে।

বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এ সময় তারা স্লোগান দেন, ‘বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতির ঠাঁই নাই’।

গত ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ছয় হাজার ৫৮৪ জন পাস করে। এদের মধ্যে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। পরবর্তীতে আরও ১৭জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সব মিলিয়ে দুই হাজার ১৭৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।

পদ স্বল্পতায় বাকিদের নিয়োগ দেয়া হয়নি জানিয়ে পিএসসির পক্ষে বাকিদের নন-ক্যাডার পদে চাকরির জন্য আবেদন করতে বলা হয়। ১০ নভেম্বর ছিল এই আবেদনের শেষ দিন।

শরীর থেকে রক্ত ঢেলে প্রতিবাদ জানানো আন্দোলনকারীদের মুখপাত্র নূর ইসলাম নূর জানান, তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পিএসসির চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে কোন সুরাহা না পাওয়ায় রক্ত ঢেলে প্রতিবাদ জানাতে হলো। বেলা দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
 
নূর ইসলাম নূরসহ একাধিক পদবঞ্চিত বিসিএস উত্তীর্ণ বাংলানিউজকে জানান, পিএসসি পদ স্বল্পতার কথা বললেও অনেক পদে বিজ্ঞপ্তি প্রকাশের পরও নিয়োগ দেওয়া হয়নি। কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে।
 
পৃথকভাবে ফল প্রকাশ না করায় অনেক মুক্তিযোদ্ধার সন্তানও ক্যাডার পদ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন ক্যাডার পদ প্রার্থীরা। আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বঞ্চিত প্রার্থীরা।
 
নন-ক্যডার পদে মনোনীতদের দাবির বিষয়ে পিএসসির চেয়ারম্যানসহ দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য কমিশনের অভ্যর্থনা শাখায় যোগাযোগ করা হলেও সাংবাদিকদের সঙ্গে তারা (চেয়ারম্যান ও কর্মকর্তারা) কথা বলতে চাননি।
 


বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।