ঢাকা: রাজধানীর উত্তরায় গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১১ সদস্যের প্রত্যেককে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত সিএমএম আলমগীর কবির রাজ এ রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে ১১ জঙ্গিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুর রাজ্জাক।
আসামিরা হলেন, আরিফ ইবনে খায়ের, বাবু মুন্সী, খোরশেদ আলম, ওমর ফারুক, আলহাজ মিয়া, হেলাল উদ্দিন, আব্দুল বাছেদ, সুজাত, আজাহার আলী, ফরহাদ ও মিজানুর রহমান।
আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারক তাদের বক্তব্য আছে কি-না জানতে চান। এ সময় তারা বলেন, গত ১ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা জেএমবি সদস্য নন।
তবে গোয়েন্দা পুলিশের দাবি, সোমবার (০৯ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, বিষ্ফোরকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫, আপডেট: ১৮২৮ ঘণ্টা
এমআই/এমএ/