ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ওষুধ কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
সাভারে ওষুধ কারখানাকে ২ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের ব্যাংক কলোনী এলাকায় এভার্ট ফার্মা নামে একটি ওষুধ কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে র‌্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ জরিমানা করেন।


 
র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মাসুদুর রহমান ও ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ তত্ত্বাবধায়ক মাহবুবুর আলম অভিযানে অংশ নেন।

র‌্যাব-৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকার এভার্ট ফার্মায় অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স নবায়ন না করে ওষুধ উৎপাদন অব্যাহত রাখা, অপরিচ্ছন্ন পরিবেশে নিম্নমানের ওষুধ উৎপাদন ও সরবরাহের অভিযোগে কারখানার ব্যবস্থাপক মাহমুদুল হককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।