ঢাকা: রাজধানীর কাফরুল এলাকায় হামলার শিকার মিলিটারি পুলিশের সদস্য সামান্য আহত বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, কর্তব্যরত অবস্থায় ওই মিলিটারি পুলিশের সদস্যকে একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি সামান্য আহত হন। কর্তব্যরত অন্য সামরিক সদস্যরা সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছে।
এছাড়া ঘটনাটির বিস্তারিত জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জেপি/এমজেএফ/