ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিগগিরই ইউনিয়ন পরিষদ (সংশোধন) আইন পাস হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
শিগগিরই ইউনিয়ন পরিষদ (সংশোধন) আইন পাস হবে

জাতীয় সংসদ ভবন থেকে: স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তকে দেশের মানুষ স্বাগত জানিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচন হলে জনগণ সরাসরি উন্নয়নের সাথে সম্পৃক্ত হতে পারবে।

শিগগিরই এ সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করা হবে এবং সংসদের মাধ্যমে পাস হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে হবে।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে প্রশ্নোত্তরকালে হাবিবুর রহমান মোল্লার তারকা চিহ্নিত প্রশ্ন ১৫৫-এর জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।  
 
মন্ত্রী জানান, দীর্ঘকাল থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে সর্বস্তরের জনগণের সেবা দিয়ে আসছে। উৎসবমুখর পরিবেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এতদিন নির্দলীয়ভাবে নির্বাচন হলেও বাস্তবে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে দলীয় ব্যক্তিকে প্রার্থী হিসেবে সমর্থন দিত। এছাড়া বিপুল সংখ্যক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতেন।
 
তিনি বলেন, দেশে দীর্ঘদিন যাবৎ জনগণ ও জনপ্রতিনিধিগণের পক্ষ থেকে রাজনৈতিক দলের সরাসরি অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি উত্থাপিত হয়ে আসছে। জনগণের এই গণতান্ত্রিক প্রত্যাশার প্রতি গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দলীয় প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে প্রার্থীদের দায়বদ্ধতা বৃদ্ধি পাবে, তাদের ও রাজনৈতিক দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে এবং জনস্বার্থ রক্ষার ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীর কার্যক্রম নজরদারির আওতায় রাখতে সুবিধা হবে। তাই সরকারের এ সিদ্ধান্তকে দেশের মানুষ স্বাগত জানিয়েছে।
 
বিলে রাজনৈতিক দলের মনোনয়ন ও প্রার্থিতার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই এলাকার ভোটারের নির্বাচনে প্রার্থিতাও নিশ্চিত করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন সংশোধনের জন্য গত ১২ অক্টোবর মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে, যা শিগগিরই জাতীয় সংসদে উত্থাপন করা হবে। এ আইনটি জাতীয় সংসদে পাস হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএম/এমজেএফ

** রাজনৈতিক বিবেচনায় কেউ বরখাস্ত হয়নি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।