ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সমবায় সমিতির লাইসেন্সে অবৈধ ব্যাংকিং

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
সমবায় সমিতির লাইসেন্সে অবৈধ ব্যাংকিং

জাতীয় সংসদ ভবন থেকে: সমবায় সমিতির রেজিস্ট্রেশন নিয়ে অবৈধ ব্যাংকিং করছে ৬টি সমবায় সমিতি। অভিযুক্ত সমবায় সমিতিগুলোকে ব্যাংক শব্দ সংশোধন করে নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।


 
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে প্রশ্নোত্তরকালে মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্ন ১৬২-এর জবাবে মন্ত্রী একথা জানান।
 
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী অভিযুক্ত সমবায় সমিতি ছয়টি হলো, ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ সোসাইটি (ব্যাংক) লি:, ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লি:, আদর্শ সমবায় ব্যাংক লি:, স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (ব্যাংক) সোসাইটি লি:, মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাংক লি: ও আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লি: (সাবেক এসিসিএফ ব্যাংক লি:)।
 
অভিযুক্ত সমবায় সমিতিগুলোকে ব্যাংক শব্দ সংশোধন করে নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সমিতিগুলো কোনো পদক্ষেপ না নিলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক যে সব সমবায় সমিতি বেআইনিভাবে তাদের নামের শেষে ব্যাংক শব্দ ব্যবহার করে প্রতারণা করছে তাদের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অভিযুক্ত সমিতিগুলোর নামের তালিকা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হয়েছে।
 
মমতাজ বেগমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সর্বশেষ ২০১০ সালে জুলাইয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সম্মানি ভাতা বাড়ানো হয়েছিলো। সেই অনুযায়ী তারা মাসে তিন হাজার ৫০০ টাকা সম্মানি পান। সর্বশেষ জেলা প্রশাসকদের সম্মেলনে উত্থাপিত দাবির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানিভাতা বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএম/এমজেএফ

** শিগগিরই ইউনিয়ন পরিষদ (সংশোধন) আইন পাস হবে
** রাজনৈতিক বিবেচনায় কেউ বরখাস্ত হয়নি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।