জাতীয় সংসদ ভবন থেকে: ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার কমন ইউটিলিটি এবং নালী প্রকল্প জনদুর্ভোগ কমাবে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নাগরিক সেবা বাড়াতে রাজধানী ঢাকাকে কমন ইউটিলিটি টানেলের আওতায় আনার জন্য সরকারের নির্দেশনায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় ‘কমন ইউটিলিটি টানেল বা কমন নালী নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা করেছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে জনদুর্ভোগের পাশাপাশি অবকাঠামো ব্যয়ও কমবে।
তিনি জানান, ডিএনসিসি ও ডিএসসিসি এলাকার সড়কগুলোতে ইউটিলিটি সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও স্টর্ম স্যুয়ার লাইন, বিদুৎ গ্যাস, টেলিফোন, অপটিক্যাল ফাইবার লাইনসহ অন্যান্য ভূগর্ভস্থ এবং ওভারহেড ইউটিলিটি লাইন/ক্যাবল রয়েছে। যা সড়ক, ফুটপাত, মিডিয়ান ইত্যাদি জুড়ে বিরাজমান।
‘এসব লাইন মেরামত, রক্ষণাবেক্ষণ, নির্মাণ ও পুনঃনির্মাণের কাজে সড়ক অবকাঠামোর খোঁড়াখুঁড়িতে একদিকে যেমন যানবাহন ও জনসাধারণের চলাচল বাধাগ্রস্থ হয়, অন্যদিকে খনন কাজে ক্ষতিগ্রস্থ অবকাঠামো মেরামতে প্রচুর অর্থও ব্যয় হয়,’ বলেন মন্ত্রী।
এতে নগরীর স্বাভাবিক সৌন্দর্য ক্ষুণ্ন হয় উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানে ‘কমন ইউটিলিটি টানেল ও কমন ডুয়াক্ট’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
খন্দকার মোশাররফ আরও জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে ইউটিলিটি সংস্থাগুলোর যেকোনো কাজের জন্য ভবিষ্যতে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রয়োজন হবে না।
রাস্তা বা ফুটপাতের উপরে কোনো ধরনের ঝুলন্ত তার থাকবে না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএম/এমএ
** সমবায় সমিতির লাইসেন্সে অবৈধ ব্যাংকিং
** শিগগিরই ইউনিয়ন পরিষদ (সংশোধন) আইন পাস হবে
** রাজনৈতিক বিবেচনায় কেউ বরখাস্ত হয়নি