ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
নীলফামারীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দিনমজুর বিষাদু মামুদ (৪৫) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।



বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম এ রায় দেন। একই রায়ে মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।

সাজার আদেশপ্রাপ্তরা হলেন-কিশোরীগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের রনচন্ডি বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে রশিদুল ইসলাম চৌধুরী (৩০), শফি চৌধুরী (৫০) ও মাহবুবুল হোসেনের ছেলে সাজু চৌধুরী (২২)।

খালাস পাওয়া আসামিরা হলেন-যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত শফি চৌধুরীর ভাই ইদ্রিস আলী চৌধুরী ও রোকনুজ্জামান চৌধুরী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি নিয়ে ওই আসামিদের সঙ্গে বিষাদুর বিরোধ ছিল। এর জের ধরে ২০০৮ সালের ১৪ মার্চ সকালে প্রতিপক্ষের লোকজন বিষাদুকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ওই পাঁচজনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন বিষাদুর স্ত্রী হালিমা বেগম।
 
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ওই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করে। এর ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পাঁচ আসামির তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি দু’জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম প্রামাণিক ও আসামি পক্ষে মহসিন আলী মামলাটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।