ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
গৌরীপুরে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মাটি চাপায় তোতা মিয়া (৪০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার রাম গোপালপুর ইউনিয়নের শিবপুরে মেসার্স শামছু ব্রিকস নামে এক ইটভাটায় এ ঘটনা ঘটে।



মৃত তোতা মিয়া রামগোপালপুর ইউনিয়নের উরুয়াকোনা গ্রামের ফখর উদ্দিনের ছেলে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বাংলানিউজকে এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ২৬ থেকে ২৮ জন শ্রমিক ইট তৈরির জন্য মাটি প্রস্তুত করছিলেন। এ সময় মাটির ডিবি ধসে তোতা মিয়া মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।