সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রাম পূর্ববিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে উপজেলার রানীগঞ্জ ইউনিযনের জয়নগর গ্রামের জলিল মিয়া ও একই গ্রামের ধবির মিয়ার লোকজনের মধ্যে একটি জলমহালে মাছ ধরা নিয়ে মামলা চলছিল। এ নিয়ে বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ৩১জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় নজরুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএইচ