ঢাকা: উপমহাদেশের বিশিষ্ট ফকিহ ও হাদিস বিশারদ এবং বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ফক্বিহুল মিল্লাত আল্লামা মুফতি আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বুধবার (১১ নভেম্বর) দলের অফিস ও প্রচার কম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিলের পাঠানো এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মাওলানা মোহাম্মদ ইসহাক ও ড. আহমদ আবদুল কাদের বলেন, মুফতি আবদুর রহমানের ইন্তিকালে জাতি একজন প্রাজ্ঞ আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা পূরণ হবার নয়। ইলমে দ্বীনের প্রসারে তার অবদান অনস্বীকার্য।
নেতৃদ্বয় মরহুম মুফতি আবদুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, মুফতি আবদুর রহমানের ইন্তিকালের খবর শোনার পরই খেলাফত মজলিসের উদ্যোগে বিশেষ দোয়া করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দলের নায়েবে আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।
এতে অংশ নেন দলের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম-মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, মাওলানা নোমান মাযহারী, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা নূরুজ্জামান খান, অধ্যাপক মো. আবদুল জলিল, আমিনুর রহমান ফিরোজ, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা আজিজুল হক প্রমুখ।
মঙ্গলবার রাত পৌনে ৮টায় বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে ইন্তেকাল করেন মুফতি আবদুর রহমান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এইচএ/