ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভবনের বেজমেন্ট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ভবনের বেজমেন্ট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে উচ্ছেদ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

ঢাকা: ভবনের বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের পরিবর্তে যেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে তা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার (১১ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কার্যালয়ে এক বৈঠকে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



মোশাররফ হোসেন বলেন, ভবন নির্মাণের সঙ্গে নকশায় গাড়ি পার্কিং করতে বেজমেন্ট তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু অনেকে সেই বেজমেন্টে দোকানপাট স্থাপন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। ফলে রাস্তায় গাড়ি পার্কিং করা হচ্ছে, এতে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। সেগুলো উচ্ছেদ করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে রাজউকের যা করণীয় তা কঠোরভাবে অনুসরণ করতে হবে। ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, উত্তরায় যেসব আবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, সেগুলোর বাস্তব অবস্থা যাচাই করতে হবে। এরপর সেগুলো প্রয়োজনে নির্ধারিত ফির মাধ্যমে বাণিজ্যিক হিসেবে অনুমোদন দেওয়া যেতে পারে বলে মত দিয়েছেন মন্ত্রী।

তবে আবাসিক এলাকার ভেতরে গড়ে উঠা গেস্ট হাউসগুলো অনুমোদন দিতে নিষেধ করেছেন মন্ত্রী।

এ বিষয়ে কোনো অনিয়ম দেখা গেলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

এছাড়া আগামী তিন বছরের মধ্যে উত্তরা তৃতীয় পর্ব, পূর্বাচল ও ঝিলিমিলিকে পরিপূর্ণ বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতেও রাজউককে নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরী, এস এম আরিফ-উর-রহমান, রহমত উল্লাহ মো. দস্তগীর, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
টিএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।