ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘ইফতেখারুজ্জামানের বক্তব্যের সমালোচনা ভুল বোঝাবুঝির ফল’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
‘ইফতেখারুজ্জামানের বক্তব্যের সমালোচনা ভুল বোঝাবুঝির ফল’

ঢাকা: জাতীয় সংসদ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের বক্তব্যের সমালোচনা ‘ভুল বোঝাবুঝির কারণে’ হচ্ছে। সংসদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ক্ষুণ্ন করা টিআইবি’র উদ্দেশ্য নয়।


 
সরকারের পক্ষ থেকে ব্যাপক সমালোচনার পর বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থাটির ঢাকা অফিস এমন বক্তব্য দেয়।
 
গত ২৫ অক্টোবর ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বর্তমান জাতীয় সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলে মন্তব্য করেন। এরপরই সরকারের বিভিন্ন পক্ষ থেকে কড়া সমালোচনা করা হয়।
 
সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) ক্ষমা চাওয়ার জন্য টিআইবিকে তিনদিনের আলটিমেটাম দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনদিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে টিআইবি ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে সম্মত কমিটি।
 
এ বক্তব্যের একদিন পরই বুধবার টিআইবি’র পক্ষ থেকে বিবৃতি দেন সংস্থাটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। বিবৃতিতে তিনি বলেন, প্রতিবেদনের কোনো অংশ বা নির্বাহী পরিচালকের কোনো বক্তব্যে যদি কোন সম্মানিত সংসদ সদস্য আহত হয়ে থাকেন তাহলে তা কেবলই ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে আমরা বিশ্বাস করি।
 
সুলতানা কামাল বলেন, বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বরাবরের মতো এবারের উল্লিখিত প্রতিবেদনও সম্পূর্ণ বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর, গবেষণাপ্রসূত যা সংসদ সচিবালয়, সংসদে প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও বিটিভিতে প্রচারিত সরাসরি সম্প্রচার থেকে প্রাপ্ত। গবেষণা প্রতিবেদনে বাস্তব অবস্থার প্রতিফলন ঘটেছে।
 
তিনি বলেন, টিআইবি পরিচালিত পার্লামেন্ট ওয়াচ শীর্ষক গবেষণার একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের মহান জাতীয় সংসদের কার্যকরিতা বৃদ্ধিতে গঠনমূলক অবদানের মাধ্যমে সংসদের সম্মান ও মর্যাদা উন্নত করতে অনুঘটকের ভূমিকা পালন করা। জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিক মর্যাদা বিন্দুমাত্র ক্ষুন্ন করা টিআইবি’র উদ্দেশ্য নয়। বরং সংসদের প্রতি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণের প্রত্যাশা পূরণ, আস্থা ও সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এ লক্ষেই ওই গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।