বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় ভাবীর অনৈতিক কর্মকাণ্ডের চিত্র ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেবর আবুল কাসেমকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আবুল কাসেম উপজেলার সফিপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের হাবিব মিসকিনের ছেলে।
এ প্রসঙ্গে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, কাসেম তার ভাবীর নাম ব্যবহার করে ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ায় তার ভাবীর সম্মানহানী হয়। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক কাসেমকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এটি