ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দুর্বৃত্তের হামলায় কারারক্ষী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ফরিদপুরে দুর্বৃত্তের হামলায় কারারক্ষী আহত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফরিদপুর: দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ফরিদপুর জেলা কারাগারের কারারক্ষী আছাদুজ্জামান। বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে ফরিদপুরের প্রধান ডাকঘর সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।



তবে কারারক্ষী আহতের বিষয়টি অস্বীকার করেছেন কারা কর্তৃপক্ষ। তারা বলছেন, দুই কারারক্ষী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।

নির্ভরযোগ্য সূত্র জানায়, দুপুর পৌনে দুইটার দিকে আদালতে দাফতরিক কাজ শেষ করে জেলা কারাগারে ফিরছিলেন আছাদুজ্জামান ও তার সহকর্মী জাহিদুল ইসলাম। কারাগার থেকে ৪শ’ গজ দূরে ডাকঘরের কাছে পেছন থেকে আছাদুজ্জামানের পিঠে আঘাত করে দুর্বৃত্তরা। এতে তার পিঠের ডান পাশে ওপরের দিকে প্রায় ৫/৬ ইঞ্চি লম্বা ক্ষত হয়। আঘাতের ধরন দেখে ধারণা করা যায়, ব্লেড বা ক্ষুর দিয়ে আঘাত করা হয়েছে। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

হামলার বিষয়ে ফরিদপুরের জেল সুপার আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার কথা স্বীকার করেননি। বিষয়টি গোপন করারও চেষ্টা ছিল কারা কর্তৃপক্ষের মধ্যে। আহত আছাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও হামলার বিষয়টি এড়িয়ে যান।

আছাদুজ্জামান (৪০) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আব্দুল মালেক বিশ্বাসের ছেলে। গত এক বছর ধরে ফরিদপুর জেলা কারাগারে কর্মরত আছেন তিনি।

এদিকে বিকেলে কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন রাজধানীর নাজিমউদ্দিন রোডে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফরিদপুরে মোটরসাইকেলে থাকা এক কারারক্ষীকে পেছন দিক দিয়ে ক্ষুর মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

আইজি প্রিজন বলেন, দুই কারারক্ষী ফরিদপুর জেলা কারাগার থেকে মোটরসাইকেলে করে ডাকঘরের দিকে যাচ্ছিলেন। দুপুরে দুর্বৃত্তরা পেছন থেকে ক্ষুর ছুড়লে কারারক্ষী আছাদুজ্জামান আহত হন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকধারী সদস্যদের ওপর হামলা হচ্ছে। তিনি জানান, কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কারাগারের বাইরে কোনো কাজ থাকলে ইউনিফরম না পরে সাদা পোশাকে কাজে যেতেও কারারক্ষীদের নির্দেশ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।