ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ভালো লক্ষণ নয়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ভালো লক্ষণ নয়

জাতীয় সংসদ ভবন থেকে: অব্যাহতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহনীর ওপর হামলা ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

মঙ্গলবার (১০ নভেম্বর) সেনানিবাস এলাকায় মিলিটারি পুলিশের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন, যারা আমাদের নিরাপত্তা দেবে, তাদেরই যদি নিরাপত্তা না থাকে, তবে জনগণের নিরাপত্তা দেবে কীভাবে?
 
বুধবার (১১ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


 
আব্দুল মতিন খসরু বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় ওই দুর্বৃত্ত মিলিটারি পুলিশের ওপর হামলার দুঃসাহস কীভাবে পেল? তারা পুলিশের ওপর হামলা করছে, পুলিশ মারছে। আবার ক্যান্টনমেন্ট এলাকায় মিলিটারি পুলিশের ওপর হামলা হলো, এটা ভাল লক্ষণ নয়।
 
সাবেক এ আইনমন্ত্রী বলেন, সমস্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বের করতে হবে। কেন তারা এটা করছে। এই শক্তিকে চিরতরে নির্মূল করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এজন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএম/এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।