ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সামরিক বাহিনীতে সাড়ে ৩ হাজার নারী সদস্য

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
সামরিক বাহিনীতে সাড়ে ৩ হাজার নারী সদস্য

জাতীয় সংসদ ভবন থেকে: সেনা, নৌ এবং বিমান বাহিনীতে ৩ হাজার ৫০৫ জন নারী সদস্য রয়েছেন বলে জানান সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে বেগম কাজী রোজীর এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এই তথ্য জানান।



সংসদে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে ২ হাজার ৯৮৩ জন নারী সদস্য কর্মরত আছেন। পুরুষ ও নারীর শতকরা অনুপাত ৯১ : ৯। এছাড়া নৌবাহিনীতে ২৮৩ জন। অনুপাত ৯৭ : ২ এবং বিমান বাহিনীতে ২৩৯ জন, অনুপাত ৯৮ : ২ ।

মন্ত্রী জানান, নারী ও পুরুষের অনুপাত সমতা করার জন্য এই সরকারের আমলেই বাহিনীসমূহে নারী সদস্য অন্তর্ভুক্তির পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে নারী সদস্যের যোগদান ক্রমেই বৃদ্ধি পাবে। আগামী বছর অথাৎ ২০১৬ সালে নৌবাহিনীতে বিভিন্ন শাখায় প্রথমবারের মতো নারী নাবিক যোগদান করবে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএম/এসকে/আইএ

** শিক্ষকদের আন্দোলনের মর্যাদাপূর্ণ সমাধান চান বিরোধীদলীয় নেতা
** সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হবে না
** বেসামরিক বিমানে লাভ
** সন্ত্রাস দমনে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।