ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে শিশুর বস্তাবন্দি মৃতদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আশুলিয়ায় সেপটিক ট্যাংকে শিশুর বস্তাবন্দি মৃতদেহ

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার নলামের গোয়ালটেক এলাকায় সেপটিক ট্যাংক থেকে শাওন (৫) নামে একটি শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (১২ নভেস্বর) রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়।

শাওন একই এলাকার দিনমজুর স্বপন মিয়ার ছেলে।

স্বপন মিয়া বাংলানিউজকে জানান, বিকেল থেকে স্বপনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে স্থানীয়রা বাড়ির পেছনের পরিত্যক্ত সেপটিক ট্যাংকে তার বস্তাবন্দি মরদেহ দেখে তাদের খবর দেন। পরে মৃতদেহ উদ্ধার করে থানায় খবর দেওয়া হয়।

তিনি আরো জানান, ঘাতকরা শাওনকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশে সেপটিক ট্যাংকে ফেলে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেললে তারা দ্রুত পালিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। কারা কেন শিশুটিকে হত্যা করেছে তার ক্ষতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।