ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় হুমায়ূন'র জন্মদিন পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
কেন্দুয়ায় হুমায়ূন'র জন্মদিন পালন

নেত্রকোনা: নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা নন্দিত কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন পালন করছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ'।

তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুক্রবার (১৩ নভেম্বর) দিবসটি পালন উপলক্ষে বিদ্যাপীঠে চলছে নানা আয়োজন।



এসব আয়োজনের মধ্যে সকালে হুমায়ূন প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, মোনাজাত, কোরআন থেকে তেলাওয়াত, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, হুমায়ূন চাচা আলতাফুর রহমান, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, বিদ্যাপীঠ প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ সব শিক্ষক শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীদের সংগীতায়োজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ হুমায়ূন মেলা ও রাতে বিদ্যাপিঠ প্রাঙ্গণে স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশনায় চলবে বাউল গানের আসর।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।