ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ট্রাকচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
কামারখন্দে ট্রাকচাপায় নিহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় প্রাইভেটকার চালকসহ ২জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে ঝাঐল ওভারব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, পাবনা জেলা সদরের শংকরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে চালক বিল্লাল হোসেন (৩০) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের সাইফুল ইসলাম খন্দকারের ছেলে গোলাম রাব্বী নীল (২৮)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সেতুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ও যাত্রী নিহত হন।

মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।