ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৫ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
৫ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক ফাইল ফটো

বগুড়া: প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লালমনিরহাটগামী আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ থাকে।



দুপুর আড়াইটার দিকে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বাংলানিউজকে জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারসহ রেল চলাচল স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগে। বেলা পৌনে ১২টার দিকে রেলের লাইনচ্যুত বগি উদ্ধার করে সান্তাহার জংশন স্টেশনে আনা হয়। বর্তমানে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ পুনরায় চালু রয়েছে।

এর আগে স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ট্রেন সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে যাত্রাবিরতি শেষে সকাল ৭টার দিকে ছেড়ে যায়। ট্রেনটি আদমদীঘি স্টেশন অতিক্রম করার পর নশরৎপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় চালক দ্রুত ট্রেনটি নিয়ন্ত্রণের মাধ্যমে থামিয়ে দেন। এতে ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

** ঢাকা-উত্তরাঞ্চল রেল চলাচল স্বাভাবিক হতে আরও ১ ঘণ্টা
** ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।