ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

স্থায়ী ভবন নির্মাণ

১৮ লাখ টাকা অনুদান পেলো মুক্তিযুদ্ধ জাদুঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
১৮ লাখ টাকা অনুদান পেলো মুক্তিযুদ্ধ জাদুঘর

ঢাকা: মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবন নির্মাণে প্রতীকী ইট ক্যাম্পেইনে ‘জাদুঘর নির্মাণ তহবিলে’ ১৮ লাখ টাকা অনুদান পেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
 
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনে অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান গ্রহণ করা হয়েছে।


 
৪ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত তহবিলে এ অনুদান পাওয়া গেছে। সর্বমোট ৭১ জন অনুদান প্রদান করেন। এর মধ্যে এক জন সর্বাধিক ৩ লাখ, সাতজন জন ১ লাখ ও ৬২ জন ১০ হাজার টাকা করে অনুদান দেন।
 
অনুষ্ঠানে সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী এমপি প্রধান অতিথি হিসেবে অনুদান গ্রহণ করেন। উপস্থিত ছিলেন বোর্ড ট্রাস্টি ডা. সারওয়ার আলী, মফিদুল হক, জিয়া উদ্দিন তারিক আলী প্রমুখ।
 
এর আগে ৪ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরের নির্মাণাধীন স্থায়ী ভবনের অংশীদারিত্বের লক্ষে তিন মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
 
ক্যাম্পেইনে ১০ হাজার টাকায় ‘প্রতীকী ইট’ কিনে নির্মাণাধীন জাদুঘরের অংশীদার হতে আহ্বান জানায় মুক্তিযুদ্ধ জাদুঘর।
 
তহবিলে সর্বোচ্চ ৩ লাখ দিয়ে উদ্যোক্তা সদস্য হলেন মিলিয়া এস আলী। এক লাখ টাকা দিয়ে আজীবন সদস্য হলেন ডা. কে এম মাকসুদুর রহমান, ডা. আবুল কাসেম ও হাসান জামিল, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, মমতাজ বেগম, রথীন চক্রবর্তী, লক্ষ্মী চক্রবর্তী ও ডা. মাখদুমা নার্গিস। এছাড়া বাকি ৬২ জন প্রতীকী ইট কেনার জন্য (১০ হাজার টাকা করে) অনুদান দেন।
 
অনুষ্ঠানে ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, আগারগাঁও জাদুঘরের স্থায়ী ভবন নির্মাণে প্রায় ১০২ কোটি টাকা লাগবে। ইতিমধ্যে সরকারি বরাদ্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে  ৯৮ কোটি টাকা অনুদান পাওয়া গেছে।
 
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরইউ/জেডএস

** ১০ হাজার টাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরের অংশীদার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।