ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘শিগগিরই রিভিউ খারিজের রায় পাবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
‘শিগগিরই রিভিউ খারিজের রায় পাবো’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউয়ের সংক্ষিপ্ত আদেশ বা পূর্ণাঙ্গ  রায় শিগগিরই পাবেন বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে বারোটায় তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ আশা প্রকাশ করেন তিনি।



সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সকালে আপিল বিভাগে রিভিউয়ের সংক্ষিপ্ত আদেশ চেয়েছিলাম। জবাবে আদালত বলেছেন, দরকার হবে না।

অতি শিগগিরই মূল রায় বা সংক্ষিপ্ত আদেশ পেয়ে যাবো বলেও আশা প্রকাশ করেন তিনি।
 
বুধবার (১৮ নভেম্বর) একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজাহিদ এবং অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে তাদের আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

মাহবুবে আলম বলেন, বুধবারও বলেছিলাম, সংক্ষিপ্ত আদেশের কথা। তখনও আদালত বললেন, দরকার হবে না। কারণ, রায় কার্যকরের ওপর কোনো স্থগিতাদেশ নেই।

গত ০১ অক্টোবর মুজাহিদ-সাকার মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিনই কারাগারে লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা ও ফাঁসির চূড়ান্ত রায় পড়ে শোনানো হয় তাদেরকে। আগেরদিন ৩০ সেপ্টেম্বর ওই দু’জনের আপিল খারিজ করে ফাঁসি বহাল রেখে সর্বোচ্চ আদালতের প্রকাশ করা পূর্ণাঙ্গ চূড়ান্ত রায়ের ভিত্তিতে এ মৃত্যু পরোয়ানা  জারি করেন বিচারিক আদালত।

গত ১৪ অক্টোবর রিভিউ আবেদন করার পর থেকে মৃত্যু পরোয়ানা স্থগিত ছিল। বুধবার রিভিউ খারিজ হওয়ায় ফের সচল হয়েছে এ পরোয়ানা। এখন মুজাহিদ ও সাকাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকরের বিষয়টি সম্পূর্ণ সরকারের এক্তিয়ারাধীন।

এসব বিষয় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, তবে জেল কর্তৃপক্ষ লিখিত আদেশের কথা উল্লেখ করেছেন। তারা সেটা আশা করতেই পারেন।

মাহবুবে আলম বলেন, কাদের মোল্লার রিভিউ খারিজের রায়ে বলা হয়েছে, যখন মৃত্যু পরোয়ানা যাবে, রাষ্ট্র যেকোনো তারিখ নির্ধারণ করতে পারবে এবং রাষ্ট্রের সে ক্ষমতা আছে। এর ভেতরে যদি রিভিউ পিটিশন বা মার্সি পিটিশন করা হয় তাহলে দণ্ড কার্যকরের প্রক্রিয়া আপনা আপনি বন্ধ হয়ে যাবে।

যেহেতু রিভিউ আবেদন খারিজ হয়ে গেছে এবং কোনো স্থগিতাদেশ নেই, সুতরাং এটা কার্যকর করতে কোনো রকম অসুবিধা নেই। আদালত আমাকে এটা ইঙ্গিত দিয়েছিলেন।

এরপর যেহেতু জেল কর্তৃপক্ষ লিখিত আদেশের কথা উল্লেখ করেছেন তাই আদালতে বলেছি। আদালত বলেছেন, এটার দরকার হবে না।

রায় প্রকাশের পর কার্যকর প্রক্রিয়া কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কারা কর্তৃপক্ষকে জানাতে পারেন। বা ইতোমধ্যে রায় হয়ে গেলে আপনা আপনি রায় চলে যাবে। কাদের মোল্লার রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় ফাঁসি কার্যকরের এক বছর পরে পাওয়া গেছে। কাদের মোল্লার দণ্ড সংক্ষিপ্ত আদেশে কার্যকর হয়েছে। পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হয়নি।

কিন্তু সমস্যা হলো, এবার জেল কর্তৃপক্ষ ইন্টিমেশন (অবহিতকরণ) চায় বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, সংক্ষিপ্ত আদেশ বা পূর্ণাঙ্গ রায় কারাগারে গেলে আসামিরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন। এটা না করলে বা খারিজ হলে রায় কার্যকর করবে সরকার।

অ্যাটর্নি জেনারেলের মতে, পূর্ণাঙ্গ রায় নিয়ে দণ্ড কার্যকর হলে কোনো প্রশ্ন থাকে না।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ইএস/এএসআর

** খালেদার অনুপস্থিতিতে চলছে সাক্ষ্যগ্রহণ
** ঊর্ধ্বতন কারা কর্মকর্তাদের বৈঠক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।