ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে মাদকসেবীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ধুনটে মাদকসেবীর কারাদণ্ড ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): মাদকদ্রব্য সেবন করার দায়ে বগুড়ার ধুনট উপজেলায় মজনু শেখ (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।   

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।



মজনু শেখ ধুনট পৌর এলাকার সদরপাড়া গ্রামের আছাব উদ্দিন শেখের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে উপজেলার সদরপাড়া এলাকায় এক যুবক মাদকদ্রব্য সেবন করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মাতাল অবস্থায় আটক করে।

পরে মজনুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠান।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।