ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাক্ষাৎ শেষে বাড়ি ফিরেছে সাকার পরিবার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
সাক্ষাৎ শেষে বাড়ি ফিরেছে সাকার পরিবার ছবি: দিপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করে বাড়ি ফিরেছেন পরিবারের সদস্যরা। দুপুর দুইটার দিকে তারা বাড়িতে প্রবেশ করেন।



এর আগে ১৫ সদস্যের পরিবারের দল কারাগারে সাকা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে। পরিবারের সদস্যরা কারাগারে এক ঘণ্টা অবস্থানের পর দুপুর ১টা ২৮ মিনিটে বেরিয়ে যান।

সাক্ষাতকালে তারা সাকা চৌধুরীর সঙ্গে কী বিষয়ে আলোচনা করছেন সে বিষয়ে কিছু জানাননি। এসময় জেলগেটে সাংবাদিকদের কোনো প্রশ্নেরও উত্তর দেননি তারা।

এর আগে বেলা ১২টা ২২ মিনিটের দিকে সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা জেলগেটে পৌঁছে সরাসরি ভেতরে চলে যান।

১৫ সদস্যের দলে সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, বড় ছেলে ফায়াজ কাদের চৌধুরী, স্ত্রী তানিয়া খন্দকার, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী, দুই বোন জোবায়দা কাদের চৌধুরী, হাসিনা কাদের চৌধুরী, মেয়ে ফারজিন চৌধুরী, তার স্বামী জাফর খান, সাকার চাচাতো ভাই ইকবাল হোসেনসহ নিকট আত্মীয়রা ছিলেন।

বেলা বারটার দিকে সাকার ধানমণ্ডির বাসা থেকে সাতটি গাড়িতে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে রওনা হন তারা।

সাকার আইনজীবী হুজ্জাতুল ইসলাম জানান, মোট ১৫ জন কারাগারে প্রবেশ করেছেন। সবাইকে সাকার সঙ্গে দেখা করতে দেওয়া হবে বলে জানিয়েছে কারা সূত্র।

দেশের এই শীর্ষ যুদ্ধাপরাধীর পরিবার থাকেন ধানমণ্ডি আবাসিক এলাকার ১০/এ নম্বর রোডের ২৮ নম্বর ‘কিউসি রেসিডেন্স’ নামক বাড়িটিতে।

কারাগারে দেখা করতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা বৈঠক করে করণীয় নির্ধারণ করেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
 
সরেজমিনে ওই বাড়িতে গিয়ে জানা গেছে, আগে থেকেই বাড়িতে সাকা চৌধুরীর স্ত্রীসহ তার সন্তানরা এবং কয়েকজন নিকট আত্মীয় অবস্থান করছিলেন। সকালে আরও কয়েকজন আত্মীয়-স্বজন আসেন।

এরপর পারিবারিক বৈঠক শেষে কারাগারের উদ্দেশ্যে রওনা হন তারা।

অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে বুধবার (১৮ নভেম্বর) সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সাকা চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এনএ/ইউএম/এসজেএ/জেডএস/এএসআর

** সাক্ষাৎ শেষে কারাগার ছেড়েছে সাকার পরিবার
** সাকার পরিবার কেন্দ্রীয় কারাগারে
** সাকার সঙ্গে দেখা করতে কারাগারের পথে পরিবার
** সাকার সঙ্গে দেখা করতে অনুমতি পেয়েছে পরিবার
** সাকার সঙ্গে দেখা করতে চাচ্ছে পরিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।