ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রযুক্তির ব্যবহার না জানার কারণে কিছুটা পিছিয়ে ছিল তৃণমূলের নারীরা। এবার তারাও প্রযুক্তির কল্যাণে এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ‘তথ্যআপা’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রকল্প পরিচালনা করছে জাতীয় মহিলা সংস্থা।
সেমিনারের প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি বলেন, নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নকে আরও গতিশীল করতে দরকার গ্রামাঞ্চলের তৃণমূল নারীদের অংশগ্রহণ। আর গ্রামাঞ্চলের নারীরা এখনও নানা দিক দিয়ে পিছিয়ে রয়েছে। তবে, প্রযুক্তির কল্যাণে তারাও এবার এগিয়ে যাবে।
সেমিনারের বিশেষ অতিথি তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, গ্রামীণ নারীদের হাতে হাত রাখতে চাই আমরা। তাই এই তথ্যআপা প্রকল্পের সঙ্গে কাজ করতে আগ্রহী আমরাও।
তিনি বলেন, প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন করতে প্রযুক্তির বিকল্প নেই। আর এই প্রযুক্তির সার্বিক দিক তুলে ধরে তৃণমূল নারীদের আরও দক্ষ করে তুলবে তথ্যআপা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাইদ শাহাদাত হোসেন।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রফেসর মোমতাজ বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
একে/জেডএফ/আইএ/এইচএ/