ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আসামিকে নিজেই প্রাণভিক্ষা চাইতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আসামিকে নিজেই প্রাণভিক্ষা চাইতে হবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

ঢাকা: রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা ছাড়া দেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও  সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর আর কোনো আবেদনের সুযোগ নেই। আসামিকে নিজ হাতে প্রাণভিক্ষার আবেদনপত্র লিখতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এসব কথা বলেন তিনি। মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউ আবেদনের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সন্ধ্যা সাতটা ২৪ মিনিটে রায় দু’টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যায় ট্রাইব্যুনালে। প্রায় একই সময় সেখানে আসেন অ্যাটর্নি জেনারেল।

রায় কার্যকর এখন সম্পূর্ণ সরকারের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

সন্ধ্যা ছয়টার দিকে রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ রায় প্রদানকারী চার বিচারপতি। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে ১৩ পৃষ্ঠার সাকা চৌধুরী ও ছয়টা ৩৫ মিনিটে ২৯ পৃষ্ঠার মুজাহিদের রায় প্রকাশিত হয়।

মাহবুবে আলম বলেন, পূর্ণাঙ্গ রায়ে সই করেছেন চারজন বিচারপতি। তা প্রকাশিত হয়েছে, ওয়েবসাইটেও দেওয়া আছে। এরপর এসেছে বিচারিক আদালতে। কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালের মাধ্যমে তা কারাগারে পৌঁছে দেওয়া হবে।

রায় কার্যকর কখন কবে হচ্ছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে ভালো। সরকার এটি কার্যকর করবে। এটি মূলত তাদের ব্যাপার।

সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরও শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মুজাহিদের সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তার পাঁচজন আইনজীবী। বৃহস্পতিবার বিকেলে আবেদনপত্রটি কারাগারে জমা দিয়েছেন আইনজীবীরা। অন্যদিকে দুপুরে কারাগারে দেখা করে এসে আইনের একটি বিষয়ে জানতে চেয়ে আইনজীবীদের মাধ্যমে রাষ্ট্রপতিকে মুজাহিদ চিঠি দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ছোট ছেলে আলী আহম্মদ মাবরুর।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, আসামিদের সামনে প্রাণভিক্ষা ছাড়া আর কোনো সুযোগ নেই এখন আর। এখানে আইনজীবীর কোনো বিষয়ও নেই।

বুধবার (১৮ নভেম্বর) একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ এবং অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে তাদের আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫, আপডেট ১৯৪৬
ইএস/এমএইচপি/আইএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।