ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কারা ফটকে এপিসি, ভেতরে ঊর্ধ্বতনদের জরুরি বৈঠক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
কারা ফটকে এপিসি, ভেতরে ঊর্ধ্বতনদের জরুরি বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা কেন্দ্রীয় কারাগার: ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে। রাত ৮টার দিকে এই সাজোয়া গাড়িটি কারা ফটকে অবস্থান নেয়।



গাড়ির দায়িত্বে থাকা এএসআই আবদুল খালেক বাংলানিউজকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাড়িটি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবে।

এদিকে, কারান্তরে জরুরি বৈঠক করেছেন ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষ। আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন, ডিআইজি ঢাকা গোলাম হায়দর, ডিআইজি হেড কোয়ার্টার ফজলুল কবির ও সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির ওই বৈঠকে অংশ নেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, সরকারের নির্বাহী আদেশ আসা মাত্রই কিভাবে ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় কিভাবে হবে সে বিষয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় কিছুক্ষণের মধ্যেই কারাগারে পৌঁছাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

বাংলাদেশ সময় ২০২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।