ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অপরাধ কমাতে বিভাগীয় কমিশনারদের প্রতি নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
অপরাধ কমাতে বিভাগীয় কমিশনারদের প্রতি নির্দেশনা

ঢাকা: সার্বিক বিবেচনায় সারাদেশে খুন, ধর্ষণ, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। গত আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে অপরাধ কমলেও অক্টোবর মাসে আবার তা বেড়ে গেছে।



‌এ পরিস্থিতিতে দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনার পর সারাদেশে অপরাধ আরো কমিয়ে আনতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভার কার্যপত্র থেকে জানা গেছে, ২০১৫ সালের আগস্ট মাসে অপরাধ সংঘটিত হয় ২ হাজার ৮৬৪টি। সেপ্টেম্বর মাসে অপরাধ সংঘটিত হয়েছে ২ হাজার ৪৫৪টি। সেপ্টেম্বর মাসে ১৪০টি অপরাধ কমলেও অক্টোবরে অপরাধ সংঘটিত হয় ২ হাজার ৫৭২টি। এ সময়ে অপরাধ বেড়েছে ১৪৪টি।

অপরাধের তুলনামূলক তথ্যে চট্টগ্রাম, ঢাকা ও রংপুর বিভাগ শীর্ষে রয়েছে। তবে অপরাধ কমেছে রাজশাহী বিভাগে। পাশাপাশি অন্যান্য মেট্রোপলিটন এলাকাতেও তুলনামূলকভাবে অপরাধ কমেছে।
 
ঢাকা বিভাগে গত আগস্ট মাসে অপরাধ সংঘটিত হয় ৭৩১টি। তবে সেপ্টেম্বর মাসে ১০৭টি কমে মোট অপরাধ সংঘটনের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৪টিতে। তবে অক্টোবর মাসে আবার ৬৭টি বেড়ে মোট অপরাধ দাঁড়ায় ৬৯১টিতে।    

চট্টগ্রাম বিভাগে আগস্ট মাসে অপরাধ সংঘটিত হয় ৪৬৫টি। সেপ্টেম্বর মাসে ১৩৫টি অপরাধ কমে দাঁড়ায় ৩৩০টিতে। তবে অক্টোবর মাসে আবার ৪৭টি অপরাধ বেড়ে দাঁড়ায় ৩৭৭টিতে।     

খুলনা বিভাগে আগস্ট মাসে অপরাধ সংঘটিত হয় ৩৩১টি। সেপ্টেম্বর মাসে ৬৭টি অপরাধ কমে দাঁড়ায় ২৬৭টিতে। তবে অক্টোবর মাসে আবার ১৭টি অপরাধ বেড়ে দাঁড়ায় ২৮৪টিতে।

রংপুর বিভাগে আগস্ট মাসে অপরাধ সংঘটিত হয় ৩৩১টি। সেপ্টেম্বর মাসে ৬৭টি কমে অপরাধের সংখ্যা দাঁড়ায় ২৬৭টি। তবে অক্টোবর মাসে আবার ১৭টি বেড়ে মোট অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪টিতে।

সিলেট বিভাগে আগস্ট মাসে অপরাধ সংঘটিত হয় ১৩৪টি। সেপ্টেম্বর মাসে অপরাধ কমে দাঁড়ায় ১২৯টি। তবে অক্টোবর মাসে অপরাধ বেড়ে দাঁড়িয়েছে ১৩৫টিতে।

এদিকে রাজশাহী ও বরিশাল বিভাগে অক্টোবর মাসে অপরাধ কমেছে।

রাজশাহী বিভাগে আগস্ট মাসে অপরাধ সংঘটিত হয় ৩১৩টি। সেপ্টেম্বর মাসে ২৮টি কমে দাঁড়ায় ২৮৫টিতে। আর অক্টোবর মাসে আরো ৭টি কমে দাঁড়ায় ২৭৯টিতে।

বরিশাল বিভাগে আগস্ট মাসে অপরাধ সংঘটিত হয় ১৯৪টি। সেপ্টেম্বর মাসে ২৯টি কমে দাঁড়ায় ১৬৫টিতে। অক্টোবর মাসে আরো ১০টি কমে দাঁড়ায় ১৫৫টি।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায় সারা দেশে কোনো কোনো স্থানে অপরাধ কমলেও সার্বিকভাবে সেপ্টেম্বর মাসের চেয়ে অপরাধ বেড়েছে। তা কমিয়ে আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বিভাগীয় কমিশনারদের।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।