ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘খেলার মাঠ দখলকারীরা নব্য রাজাকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
‘খেলার মাঠ দখলকারীরা নব্য রাজাকার’ ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খেলার মাঠ দখলকারীরা নব্য রাজাকার। মুক্তিযুদ্ধের সময় রাজাকারেরা যেমন দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তেমনি নব্য রাজাকারেরা তরুণ প্রজন্মকে ধ্বংসের জন্য খেলার মাঠ দখল করছে।

রাজাকার আলবদরদের মতো এদেরও ফাঁসি হওয়া উচিত।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গোলাপবাগ মাঠসহ সারাদেশের সকল খেলার মাঠ এবং উন্মুক্ত স্থান দখলমুক্ত ও যথাযথ সংরক্ষণের দাবিতে’ অনুষ্ঠিত মানববন্ধন ও নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) সহ সভাপতি মোবাশ্বের হোসেন একথা বলেন।

সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর পর বিশ্বের দরবারে পরিচয় করিয়েছে, মাথা উঁচু করেছে খেলোয়াড়রা। আমরা যদি খেলোয়াড় সৃষ্টির জন্য মাঠই না রাখতে পারি তাহলে ভবিষ্যতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না।

এখনই দখলদার ফ্রাঙ্কেনস্টাইনদের প্রতিহত করা না গেলে তারা একদিন গণভবন বঙ্গভবন দখল করে নেবে বলেও মন্তব্য করেন তিনি।

বাপা'র সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, গোলাপবাগ মাঠ, ধানমন্ডি ক্লাব মাঠসহ রাজধানীর উন্মুক্ত স্থানগুলো দখলদারেরা বিভিন্ন কায়দায় দখল করে নিচ্ছে। এগারো বছর আগে বিশেষ কাজে প্রশাসন মাঠটি চেয়েছিলো। তখন এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে মাঠটি ছেড়ে দিয়েছিলো। কিন্তু কাজ শেষ হওয়ার দীর্ঘ দুই বছর পরও মাঠটি ছাড়া হচ্ছে না, দখলের পাঁয়তারা চলছে। আশা করছি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষার ব্যবস্থা নেবেন।

স্থপতি ইকবাল হাবীব বলেন, আগামী তিন মাসের মধ্যে স্থানীয়দের সঙ্গে মেয়রের যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে মাঠটি হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। সিটি করপোরেশনের সাবেক যোগ্য মেয়র হানিফের যোগ্য পুত্র হিসেবে তিনি কাজটি করবেন বলে আশা রাখি।

গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন কর্মী হাসনাত জুবায়ের মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ২০০৫ সালে হানিফ ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী রাখার জন্য মাঠটি নেওয়া হলে ফ্লাইওভারের উদ্বোধন হওয়ার দু’বছর পরেও মাঠটি ছাড়া হচ্ছে না।

এ মাঠ সন্ধ্যার পর এখন মাদকের আখড়ায় পরিণত হয় বলেও তিনি অভিযোগ করেন।

বাপা, গ্রিন ভয়েস ও গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন আয়োজিত এ মানববন্ধন ও নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাপার যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সদস্য হীরক সরদার, সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল হক খান, গ্রিন ভয়েস চেয়ারম্যান ইমরুল সাঈদ রানা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহবুব হোসেন, গোলাপবাগ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এইচআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।