ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বাড্ডায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণিতে বাসের ধাক্কায় মো. ফয়সাল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।



শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ওই এলাকার পুরাতর থানা  রোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ফয়সালের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বন্ধু পরিবহনের একটি বাস ফয়সালের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহী ফোরকান এবং অজ্ঞাত পরিচয়ে এক ভ্যান চালক আহত হয়েছেন বলে জানান ওসি মজিদ।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এজেডএস/ওএইচ/এমএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।